বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
নড়াইল থেকে উজ্জ্বল রায়ঃ— নড়াইল জেলায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘গরুর গাড়ী’। গরুর গাড়ী এক সময় পরিবেশ ও যাত্রী বান্ধব বন্ধু হিসেবে অনেকেই অখ্যায়িত করত। এ গরুর গাড়ী নিয়ে ছুটে চলতেন গ্রামের পর গ্রামে। বৃদ্ধ থেকে শুরু করে যুবক ও মধ্যবয়সীসহ সবাই গরুর গাড়ী নিয়ে বের হতেন। গরুর গাড়ী নিজের কাজের পাশাপাশি ব্যবহার হতো বিভিন্ন মালামাল বাহনের কাজে। কিন্তু আধুনিকায়নে বিভিন্ন যানবহন বৈদ্যুতিক গাড়ী এলাকায় ভরপুর। যার কারণে হারিয়ে যাচ্ছে একমাত্র উৎসরত ঐতিহ্যবাহী গরুর গাড়ী।
নড়াইল থেকে উজ্জ্বল রায় জানান, সরেজমিনে নড়াইল জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, তখনকার সময়ে গরুর গাড়ী মেরামতের জন্য হাট বাজারে দোকান দিয়ে বসত। এছাড়া অনেকে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গরুর গাড়ী মেরামত করত। কিন্তু এখন আর গরুর গাড়ী ব্যবহার না করার ফলে গরুর গাড়ীর মিস্ত্রীদের এখন আর দেখা যায় না।
নড়াইল এলাকার গরুর গাড়ী চালক শিসষ বলেন, এক সময় গরুর গাড়ী ছাড়া রাতে ও দিনে চলাচল করা যেত না। কিন্তু এখন এলাকায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের যানবাহন বের হওয়ায় এখন আর গরুর গাড়ী প্রয়োজন হয় না বা দেখা যায় না।
শিক্ষক সুলতান মাহামুদ ও পৌর কমিশনার মাহাবুর আলম বলেন, আগে রাতে ও দিনে বের হলে গরুর গাড়ী ছাড়া অন্যান্য কোন যানবাহন পাওয়া যেত না। কিন্তু এখন ঘর থেকে বের হলেই আধুনিক ইঞ্জিল গাড়ী ও অন্যান্য যানবাহন পাওয়া যায়, যার কারণে এখন আর গরুর গাড়ীর প্রয়োজন হয় না। এক সময় নিজের হাতে অনেক গরুর গাড়ী মেরামত করেছি। কিন্তু এখনকার সময়ে বাড়ীতে গাড়ী থাকলেও তা কেউ ব্যবহার করে না। তাই মেরামতের কাজ হয় না। যার কারণে এই পেশা ছাড়তে হয়েছে। তিনি আরো বলেন, সময়ের আবর্তে এক সময় গরুর গাড়ীর দেখতে যেতে হবে জাদুঘরে। নতুন প্রজন্ম হয়তো জানবেও না গরুর গাড়ীর ইতিহাস।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply