বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁওয়ে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলন করার সময় ড্রেজার মেশিন, দুইটি মাহিন্দ্র ট্রলি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২০ ই আগস্ট) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা ও মাহমুদুর রহমান এর ভ্রাম্যমান আদালত পরিচালনায় ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমান বন্দর এলাকার পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার মেশিন ও দুইটি মাহেন্দ্র ট্রলি এবং একটি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যান ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা জানান, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর নেতৃত্বে পরিবেশ রক্ষা অভিযান চলমান আছে । তারই প্রেক্ষিতে আজকে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করি। অমিত কুমার সাহা বলেন, এখানে আশা মাত্রই বালু উত্তোলনকারী ব্যক্তি তার মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, যারা উন্মুক্ত স্থান, নদী আরও বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করছেন তারা এখন থেকেই বালু উত্তোলন করা বন্ধ করেন, নয়তো যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। বালুমহাল আইনে তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পরিবেশ রক্ষার্থে আমাদের এই অভিযান চলমান আছে ও থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply