বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে মাসুদ রানাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২০২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
২৯ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে ২৮৮ জন কৃষকের মাঝে ১৪ ধরনের চারা ও বীজ ও উপকরণ এবং বিকাশ একাউন্টের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাব্বতজান চৌধুরী, পলাশবাড়ী প্রেসকাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হারুনুর রশিদ সহ উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply