মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসেনঃ— পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে ফাঁড়ি পুলিশ কর্তৃক আজ শনিবার (১১-০১-২০) তারিখে দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়ে সড়কে চলাচলকারী বাস, ট্রাকের ড্রাইভাররা মাদক সেবন করে গাড়ী পরিচালনা করছেন কি না তা ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা চালানো হয়।
আরও পড়ুনঃ ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
পাকশী হাইওয়ে ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর জানান, চীন থেকে আমদানীকৃত এলকোহল ডিটেক্টর এর মাধ্যমে বাস, ট্রাকের ড্রাইভারদের মুখের মাঝে ধরার সাথে সাথে ড্রাইভার মাদক/ এলকোহল গ্রহন করেছে কি না তা তাৎক্ষনিক যন্ত্রের মাধ্যমে জানা যাবে। ঘন্টা ব্যাপী মাদক সেবন পরীক্ষা চলাকালে কোন ড্রাইভারকে মাদক গ্রহনের রিপোর্ট পাওয়া যায়নি। এসময় উপস্থিত জনতা ড্রাইভারদের করতালীর মাধ্যমে শুভেচ্ছা জানান।
পাকশী হাইওয়ে ফাঁড়ীর সার্জেন্ট মোঃ আরিফুল ইসলাম বলেন, আমাদের টিম গাড়ির ড্রাইভারদের এলকোহল ডিটেক্টর মেশিনের মাধ্যমে মাদক পরীক্ষা করছে এত এখন ও কোন মাদক সেবন ড্রাইভার পাওয় যায়নি। এটি পাবনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন শেখ ও অর্থ সম্পাদক তুহিন হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, এই অভিযান এখন থেকে প্রতিদিনেই পরিচালনা করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply