বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলা চত্তরে ঠ্রেসার মেশিন দিয়ে ধান মাড়াই করে নবান্ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী। নবান্ন মেলার স্টলে নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, পুলি, পায়েস, ক্ষীর সহ হরেক রকমের খাবারের পসরা সাজানো হয়। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী এসব স্টল পরিদর্শন করেন এবং নবান্ন উৎসব উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন
আরও পড়ুনঃ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আবু বকর সিদ্দিক
ইউএনও মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, আ’লীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। পরে প্রধান অতিথি নবান্ন উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় বিনামূল্যে ১০৪০ জন কৃষকদের ও বীজ বিতরণ
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply