বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নাসরিন আক্তার নামের ১৪ বছরের কিশোরীর বাল্য বিবাহ পুণ্ড করে দিয়েছে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফুর রহমান।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধার পর ২৭ সেপ্টেম্বর উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামের আহাব উদ্দিনের মেয়ে নাসরিন আক্তারের সাথে একই গ্রামের মতি মিয়ার ছেলে আক্তার আলী (২৫) ঝাঁক ঝমকপূর্ণভাবে বিয়ে আয়োজন চলছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফুর রহমান কুমরী গ্রামে হাজির হলে বর পালিয়ে যায়। এই সময় তিনি বাল্য বিয়ের কুফল বিষয়ে মেয়ের বাবাকে অবগত করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নাসরিনকে বিয়ে দেওয়া হবে না মর্মে মুছলেকা নেন। নাসরিন শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply