মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে প্রকৃত কৃষকের তালিকা হতে আসন্ন সরকার কর্তৃক বরাদ্দ ধান ক্রয়ের তালিকা প্রান্তিক কৃষকদের মাঝে সরাসরি লটারীর মাধ্যমে বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় ইউপি সদস্যাকে পিটালো দিনমুজুর
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও মোঃ নাহিদ হাসান, কৃষি অফিসার মোঃ সাইফুল হাসান আলামিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহম্মেদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিনসহ প্রতিটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর উপজেলার ১১৫৭ মে.টন ধান সরকারী কর্তৃক ক্রয়ের জন্য বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত
জানা গেছে, পৌরসভায় ১০৩ মে.টন, জাংগালিয়া ইউনিয়নে ১২৪ মে.টন, চরফরাদী ৭৮ মে.টন, এগারসিন্দুর ১৪২ মে.টন, বুরুদিয়া ১১৬ মে.টন, পাটুয়াভাঙ্গা ১৮২ মে.টন, হোসেন্দী ৭৪ মে.টন, নারান্দী ১১৯ মে.টন, সুখিয়া ১১০ মে.টন, চন্ডিপাশা ১০৯ মে.টন ধান লটারীর মাধ্যমে প্রতিটি কৃষককে দেওয়া হয়। সরকারী গুদামে লটারী বরাদ্দকৃত প্রতিটি কৃষক প্রতি কেজি ২৬ টাকা ধরে ১ মে.টন করে ধান সরবরাহ করতে পারবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply