বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পৌর সদরে দুটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। জানা যায় ১৮ আগষ্ট শুক্রবার রাতে পাকুন্দিয়া পৌর সদর চরলক্ষীয়া ও হাপানিয়া গ্রামে বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে পাকুন্দিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, পাকুন্দিয়া থানার উপপুলিশ পরিদর্শক আঃ কদ্দুছ, বিষ্ণ পদ রায় একদল পুলিশ নিয়ে দুটি বাল্য বিবাহ বন্ধ করেন।
এই সময় মহিলা বিষয়ক কর্মকর্তা চরলক্ষীয়া গ্রামের বর্ষা আক্তারের (১৪) পিতা সোহেল ও হাপানিয়া গ্রামের ঝর্ণা আক্তারের (১৫) পিতা মোহাম্মদ আলী সহ উপস্থিত সকলকে বাল্য বিবাহ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বাল্য বিবাহ দিবেন না এইরূপ কাজে কখনো সহায়তা করবেন না মর্মে সংশ্লিষ্ঠদের কাছ থেকে মুছলেকা গ্রহণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply