মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি ২০১-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ভুট্টা, সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ১০৪০ জন কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। শনিবার দুপুরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া কটিয়াদী আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। অনুষ্ঠানে ১০৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসকল কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম আলামীন জানান উপজেলার ১০৪০ জন ভুট্টা চাষীদের জন্য প্রতি কৃষক পাবে বীজ ২ কেজি ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, সরিষা চাষীদের জন্য বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি। শীতকালীন মূগ চাষীদের জন্য বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি। গ্রীষ্মকালীন মূগ চাষীদের জন্য বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply