রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— মনের মতো স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে, এই স্লোগানকে সামনে রেখে পাকুন্দিয়ায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালী উপজেলা চত্তর হইতে শুরু হয়ে পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে কচিকাঁচা শিশুদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা মিনা ও রাজু সংক্রান্ত বিভিন্ন অভিনয় ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। এই সময় সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফুর রহমান, সহকারী শিক্ষা অফিসার নূরে আলম ভূইয়া, আসাদুজ্জামান, রেজাই-ই-রাব্বী, প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম, সহকারী শিক্ষক খালেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply