বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্বের কমিটিই বহাল রেখেছে কেন্দ্রিয় কমিটি। গতকাল সোমাবার এ বিষয়ে বিএনপির কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে একটি পত্র পাঠান। ওই পত্রের অনুলিপি পাঠান পাকুন্দিয়া পৌর বিএনপির আহবায়ক এসএএম মিনহাজ উদ্দিনের কাছে।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর এসএএম মিনহাজ উদ্দিনকে আহবায়ক করে ১০১ সদস্যের পাকুন্দিয়া পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি। ওই অনুমোদিত কমিটির বিরুদ্ধে কেন্দ্রিয় কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দেয় পাকুন্দিয়া পৌর বিএনপির কিছু নেতাকর্মী। এর প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে দায়িত্ব দেন কেন্দ্রিয় কমিটি। দীর্ঘদিন তদন্ত শেষে অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় ওই কমিটি বহাল রাখার পক্ষে কেন্দ্রিয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেন মোয়াজ্জেম হোসেন আলাল। সে অনুযায়ী পাকুন্দিয়া পৌর বিএনপির আহবায়ক কমিটি বহাল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একপত্র পাঠান জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির আহবায়ক এসএএম মিনহাজ উদ্দিন আজ মঙ্গলবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply