বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
পাবনা থেকে তুহিন হোসেনঃ— আজ মঙ্গলবার (২৪ই মার্চ ২০২০) পাবনা সুগার মিলস লিঃ এর প্রশাসনিক ভবন এর সামনে সকাল ০৯ ঘটিকায় শ্রমিক-কর্মচারীরা বেতন ভাতার জন্য বিক্ষোভ করেন এবং পাবনা সুগার মিলের সিবিএ নেতাসহ শ্রমিক-কর্মচারীরা ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন।
তারা বলেন যেখানে করোনা আতঙ্কে পুরো দেশ আতঙ্কিত। বাংলাদেশ সরকার ইতিমধ্যে আগামী ২৬ই মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং সকল বেতন ভাতা দিয়ে দিতে বলেছেন। সেখানে আমরা শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা সুগার মিলে চাকরি করি, তিন মাস ধরে আমরা বেতন পাই না। বেতন না পেয়ে আমরা কিভাবে চলব। করোনার সতর্কতার কারণে যেখানে গণসমাবেশ এড়িয়ে চলার জন্য সরকার ছুটি ঘোষণা করছে। সেখানে বেতন না পেলে সতর্কতায় থাকবো কিভাবে।
বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বলেন, আমরা করোনার মতোই আতঙ্কিত। আমরা যারা সুগার মিল এর সাথে জড়িয়ে আছি, আমাদের জীবন যাপন খুবই কষ্টে কাটে, আমরা কাউকে বলতে পারি না। আমরা কবে বেতন পাই, তার নির্দিষ্ট কোন তারিখ মাস নাই। স্থায়ী, মৌসুমী, চুক্তিভিত্তিক, সব চাকরিজীবি এভাবে চলছে বছরের পর বছর।
শ্রমিক-কর্মচারীরা আরো বলেন, গত এক বছর কিছু কুচক্রকারি সিন্ডিকেট মহলের কারণে তাদের বেতন ভাতা ওভারটাইম বিল সকল টাকায় শতকরা ১৮% পর্যন্ত কমিশন কেটে নেয়া হয়েছিল। সরকার জানার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ছিলো এবং কমিশন বন্ধ হয়েছিল। ঠিক একই ভাবে যেন সরকার চিনি শিল্পকে বাঁচিয়ে, আমাদেরকে বাঁচিয়ে, চিনি শিল্প এর উন্নয়ন করেন।এবং সরকার এর সুদৃষ্টি কামনা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply