বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) থেকে সরকার বেলায়েতঃ রংপুরের পীরগঞ্জে ক্রিকেট একাডেমীর অষ্টম জন্মদিন পালিত। ২০১২ইং সালে এই দিনে প্রতিষ্ঠা লাভ করে। পীরগঞ্জে কয়েকজন ক্রিকেট পিপাসু ব্যক্তি সারাদেশে পীরগঞ্জকে পরিচিতি লাভ করার জন্য ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠা করে। ইতিমধ্যে এই একাডেমী থেকে বেশ কিছু খেলোয়ার জাতীয় খেলে সুনাম অর্জন করেছে এবং জাতীয় ভাবে অনুর্ধ-১৬ দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। কর্তৃপক্ষ নিরলস ভাবে এই প্রতিষ্ঠানটিকে আরো বেগবান করার জন্য কাজ করে যাচ্ছেন।
এই উপলক্ষ্যে আজ ১২ই ডিসেম্বর পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমীর সভাপতি- ছাকেদুল ইসলাম (মানু মন্ডল)- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল হাসান শয়নের- এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ালিউর রহমান রুপম। বিশেষ অতিথি সহ-সভাপতি- লিটন তালুকদার, বক্তব্য রাখেন হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মমিনুল হক (দোয়েল), বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মুহাম্মদ আমিন শরিফ কাজল, পীরগঞ্জ থেকে প্রকাশিত জাগে বাহে. কম সম্পাদক ও প্রকাশক আক্তারুজ্জামান রানা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষিকা মোর্শেদা বেগম সহ প্রমুখ।
বক্তরা পীরগঞ্জ ক্রিকেট একাডেমীর স্বল্প সময়ের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে জন্মদিনের কেক কাটা ও প্রধান অতিথির ক্রিকেট একাডেমীর প্রতিটি সদস্যকে একটি করে জার্সি প্রদান করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply