শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে মোঃ আরিফুল হক রুবেলঃ— “করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতঙ্ক না ছড়িয়ে নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক থাকার পরামর্শ দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবির উদ্দ্যেগে শনিবার(২১ মার্চ) সন্ধা থেকে ঝলমলিয়া, গন্ডগোয়ালী, পুঠিয়া বাসষ্টান, রাজবাড়ী বাজার, কৃষ্ণপুরসহ বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে, স্থানীয় দোকানদার, যানবাহন চালক, যাত্রী এবং বিভিন্ন শেণীপেশার মানুষের মাঝে বিনামূল্যে ৫০০ মাক্স ও সচেতনতামূলক তথ্যাবলির লিফলেট বিতরণ করেছেন।
এ সময়ে মেয়র প্রতিবেদককে জানান, সাধারণ মানুষদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আতঙ্কিত না হয়ে এর ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়মনীতি মেনে চলাসহ সচেতন হওয়ার পরামর্শ দেন সাধারণ মানুষদের।
আরও পড়ুনঃপুঠিয়ায় ৭ চাল ব্যবসায়ীকে জরিমানা
পৌরসভা সুত্রে জানা গেছে, মাস্ক বিতরণ ছাড়াও করোনা প্রতিরোধে পৌরসভার অভ্যান্তরে বসবাসকারী প্রবাসীদের সনাক্ত করে ২৩ জন প্রবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে এবং ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে তদারকি করা ছাড়াও হাতে সিল মারা হয়েছে। পৌরসভা কার্যালয়সহ পৌর এলাকার ৪ টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রাম ভর্তি পানি ও হ্যান্ড ওয়াশ রাখা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার অভ্যান্তরে মাইকিং করার পাশাপাশি সচেতনতামুলক লিফলেট বিতরন কার্যাক্রমও অব্যহত রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply