বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
পুঠিয়া (রাজশাহী) থেকে মোঃ আরিফুল হক রুবেলঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
আরও পড়ুনঃ সাভারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য-৫৬, রাজশাহী-০৫ ও সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মিলনায়তনে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্দোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, আ’লীগ নেতা আহসানুল হক মাসুদ, শাহরিয়ার রহিম কনক, হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ গোলাম ফারুক, আশরাফ খান ঝন্টু, কমিশনার ইসমাইল হেসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply