রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে আরিফুল রুবেলঃ— মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে রবিবার দুপুরে ফাঁড়ি চত্ত্বরে ইনচার্জ কাজল কুমার নন্দীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ বলেন, চাঁদাবাজ পুলিশ সদস্যদের কোন ছাড় দেওয়া হবে না এবং কোন পুলিশ সদস্য যদি চাঁদা দাবি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় তিনি আরো বলেন, মহাসড়কে অকাল মৃত্যু রোধে এবং দূর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এরই ধারাবাহিকতায় মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধে অনড় থাকবে হাইওয়ে পুলিশ। সেই সাথে সাংবাদিকদের জাতির দর্পন বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক, সাংবাদিক এবং পুলিশ যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, তদন্ত কর্মকর্তা হাসমত আলী, পুঠিয়া উপজেলা প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় ঘোষ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আরিফুল হক রুবেল, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও পুঠিয়া প্রেসক্লাবের সদস্য-সচিব মোঃ মহিদুল মধ, সাংবাদিক হাসানুল ইসলাম সেন্টু, রাজশাহীর সময় এর ইকবালুর রহমান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply