রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে মোঃ আরিফুল হক রুবেলঃ— রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করে ৭ চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার দপ্তর সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস আতঙ্ক এর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্য বৃদ্ধি করে চওড়া দামে চাউল বিক্রয় করে জন-সাধারণকে আর্থিক ক্ষতির সৃষ্টি করছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চাল বিক্রি করার অপরাধে দুজন খুচরা ব্যবসায়ী ও পাঁচজন পাইকারি ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনঃ বন্দুকযুদ্ধে পাবনার সাঁথিয়াতে মাদক ব্যবসায়ী নিহত
জরিমানা প্রাপ্তরা হলেন, খাইরুল ইসলাম ৫ হাজার, জাহিদুল ইসলাম ৫ হাজার, আজাদ ২০ হাজার, নিশি কান্তা শাহা ২০ হাজার, ইখতিয়ার হোসেন ১০ হাজার, রহিম ৫ হাজার, ইয়াদুল্লাহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরাও চালের মুল্য বৃদ্ধির অভিযোগ স্বীকার করে টাকা পরিশোধ করেছেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, ইজারাদার মোঃ ওসমান আলী ও থানার এসআই সাজ্জাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্সগন উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবেও জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply