বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
আজকের দিগন্ত অনলাইন ডেস্কঃ— স্ত্রী হত্যার প্রধান আসামি আলমগীর’কে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকস দল লুঙ্গি গামছা পড়ে শ্রমিক সেজে ঢাকা জেলার নিকটস্থ সাভার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, জেলা সদরের বোররচরের কল্পনা আক্তারের সাথে আলমগীরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কল্পনা জানতে পারেন তার স্বামী আলমগীর আগে আরেকটি বিয়ে করেছে। এ নিয়ে স্ত্রী কল্পনার সঙ্গে আলমগীরের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে আলমগীর ক্ষিপ্ত হয়ে গত ১৫ আগস্ট রাতে দ্বিতীয় স্ত্রী কল্পনাকে ছুরিকাঘাতে হত্যা করে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। স্ত্রী হত্যার পর থেকে আলমগীর বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
পুলিশ তাকে গ্রেফতার করার জন্য সোমবারে অভিযান শুরু করে। দিনভর অভিযান শেষে ঢাকার মুগদা থেকে আলমগীরের ভাইকে পুলিশ আটক করে। পরে আলমগীরের ভাইয়ের দেয়া তথ্যানুসারে রাতেই সাভার এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু আলমগীর পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। এরই মধ্যে সকাল হয়ে গেলে পুলিশ দলটি গামছা ও লুঙ্গি পরে শ্রমিক সেজে কাজে লেগে যায়। শ্রমিকের কাজ করার এক পর্যায়ে পুলিশ কৌশলে আলমগীরকে আটক করতে সক্ষম হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply