শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— নওগাঁর পোরশায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগ মাইকিং করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার নেতৃত্বে উপজেলার পোরশা বাজার সহ বিভিন্ন স্থানে গণ প্রচারণা করেন। এছাড়াও তিনি বাজারে বিভিন্ন দ্রব্যমূল্য মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের মূল্য না বাড়ানোর জন্য হুঁশিয়ারি প্রদান করেন।
আরও পড়ুনঃ পুঠিয়ায় ৭ চাল ব্যবসায়ীকে জরিমানা
এসময় সাথে ছিলেন পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মাহবুব হাসান, পোরশা থানা অফিসার ইনচার্জ জনাব শাহিনুর রহমান শাহিন, প্রশাসনিক কর্মকর্তা জনাব সুনিল কুমার সরকার সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে ইবি’র প্রশাসনিক কার্যক্রম স্থগিত
এ সময় তিনি গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে তারা পোরশা বাঁশবাড়ি, মাক্তাপুর, তাইতোর সহ বিভিন্ন গ্রামে বিদেশ থেকে আসা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং তাদের নিজ বাড়িতে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply