বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— নওগাঁর পোরশায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বাড়নো, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ও সরকারি নির্দেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসন পোরশা, নওগাঁর সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সীমিত পরিসরে কাজ শুরু করেছে।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাংগুরিয়া বাজার, সারাইগাছি মোড়, কুশারপাড়া মোড়, নোচনাহার বাজার, শিশা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়েছে ।
আরও পড়ুনঃ কাজিপুরে খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান’র খাবার ও স্যানিটাইজার বিতরণ
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হামিদ রেজা, উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ সোহরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি), পোরশা, জনাব মোঃ মহিউদ্দিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নওগাঁ এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, বিশ্বব্যাপী চলমান সংকট মোকাবিলা করার জন্য সকলকে ঘরে থাকার জন্য আহবান করা যাচ্ছে। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সরকারি নির্দেশ সমূহ প্রতিপালন করার জন্য সর্ব সাধারনকে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনঃ বেনাপোলে অসহায়দের খাদ্য বিতরণ করলেন ঢাকাস্থ বেনাপোল সমিতি
আর এ কাজে সারা দেশের মতো এই উপজেলাতেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহযোগীতা করে যাচ্ছেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও জানান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply