মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— নওগাঁর পোরশায় নিজে দাঁড়িয়ে থেকে টিসিবির পণ্য বিক্রয়ে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কালাইবাড়ি বাজারে করোনা ভাইরাসের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারন জনগনের মাঝে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও পরিস্হিতি পর্যবেক্ষণ করেন তিনি।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় সিটি হাসপাতালের লকডাউন খুলে দিলেন প্রশাসন
এসময় সাথে ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ সহ পোরশা থানার কয়েকজন দায়িতরত পুলিশ সদস্য।
রমজানের আগে গ্রামের খেটে খাওয়া মানুষের সুবিধার জন্য। টিসিবি থেকে ন্যায্য মূল্যে এ পণ্য সরবরাহ করা হয়। এসময় সয়াবিন তেল, ৮০ টাকা লিটার (বোতল), চিনি ৫০ টাকা কেজি, ছোলা ৬০ টাকা কেজি, মসুর ডাল ৫০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়।
উল্লেখ্য, এর আগে উপজেলার সারাইগাছি, শিশা, নিতপুর সহ বিভিন্ন স্থানে এ পণ্য বিক্রয় করে টিসিবি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply