বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— নওগাঁর পোরশায় বাড়তি দামে লবণ বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে উপজেলার নিতপুর কপালীর মোড়ের ব্যবসায়ী সায়েম উদ্দীনকে ৫হাজার টাকা এবং চকবিষ্ণপুর বাজারের লবন ব্যবসায়ী মোঃ মোস্তাফাকে ৫হাজার করে দু‘জনকে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ পোরশায় লবন সংকটের গুজবে কান না দিতে উপজেলা প্রশাসনের মাইকিং
এসময় তাদের সতর্ক করে দেন তিনি। বলেন, দেশে কোন লবণের সংকট নেই। এমনকি পোরশাতেও পর্যপ্ত পরিমানে লবণ রয়েছে। যারা লবণের কৃত্রিম সংকট তৈরি করে এ ধরণের অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যারা এধরণের অনৈতিক কাজের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়ার উপজেলার বিভিন্ন স্থানের ছোট বড় বেশ কয়েকটি দোকেনে অভিযান চালালেও প্রমানের অভাবে তাদের জরিমানা করা সম্ভব হয়নি বলেও জানান নাজমুল হামিদ রেজা। আগামীতেও এ অভিযান চলবে জানিয়ে ব্যবসায়ী সহ সর্বসাধারণকে সচেষ্ট থাকার অনুরোধ করেন। কেউ বেশি দামে লবণ বিক্রি করলে মোবাইলে ভিডিও ধারণ করে প্রমানসহ প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেন তিনি। এসময় অভিযানে সাথে ছিলেন নিতপুর সদর ইউপি চেয়ারম্যান শাহ আবুল কালাম চৌধূরী, অফিস সুপার সুনিল সরকার প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply