বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— নওগাঁর পোরশায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সারাইগাছি স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ সভাপতি ওবাইদুল্লাহ শেখ, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম প্রমুখ ।
আরও পড়ুনঃ মহান বিজয় দিবসে হাজী পিয়ার আলী মডেল স্কুলের উদ্যোগে বিজয় মিছিল
সকাল ৮টায় উপজেলার নিতপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পুলিশ, আনছার, স্কাউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এর আগে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম।
আরও পড়ুনঃ বিজয় দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
কুচকাওয়াজ শেষে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করছে উপজেলা প্রশাসন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply