বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— নওগাঁর পোরশায় হেলমেট বিহীন মোটরবাইক চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত রবিরবার (৩ নভেম্বর) নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এ নির্দেশনা দেন তিনি।
এতে বলা হয়েছে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এ কারণে পোরশা উপজেলায় হেলমেট বিহীন মোটরবাইক চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আরও পড়ুনঃ পোরশায় এমপিওভুক্ত হলো দুটি মাদ্রাসা ও একটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান
এছাড়াও মোটরসাইকেলে উঠলেই হেলমেট পরতে হবে, তা যত কম দূরত্ব বা বেশি দুরত্বে গমণ করেন না কেন, সহযাত্রী নারী বা পুরুষ যাই হোক না কেন, চালকের পাশাপাশি তাকেও হেলমেট পরতে হবে।
এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আগামী ১০ নভেম্বরের পর থেকে আইনগত ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply