বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— পোরশা উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯জন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ অসহায় এবং দুস্থদের মাঝে চাল, আটা, তেল ও সাবান বিতরণ করলো নবজাগরণ সমিতি
শুক্রবার বেলা ১১টার সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নাজমুল হামিদ রেজা।
এ সময় সর্ব সাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার জন্য মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় করোনা প্রতিরোধে ছাত্রলীগের মাক্স বিতরণ
নাজমুল হামিদ রেজা জানান, সকলকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে না বাহির হবার জন্য বলা হচ্ছে। যারা এই আদেশ মানছেন না আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। আগামীতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে কারাদন্ড সহ আরও কঠোর শাস্তি আরোপ করা হবে বলেও জানান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply