বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
যশোর (বেনাপোল) থেকে মোঃ রাসেল ইসলামঃ-— যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।
আরও পড়ুনঃ মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে ২৭১টি স্মাট কার্ড বিতরণ
মঙ্গলবার(১৭ই ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর, এএসআই শাহীন ফরহাদ,কনেস্টবল খলিলুর রহমান ও কনেস্টবল চঞ্চল কর্মকার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের আসানুর(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। পলাতক আসামি খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খড়িডাঙ্গা গ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ফেন্সিডিল লোড দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং সেখান থেকে ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply