শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
পটুয়খালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী মিলনায়তনে প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্ট উদ্যোগে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন‘র বিশেষ সাধারণ সভা
শনিবার বেলা ১১টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারন সম্পাদক ডেইলী স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলাম, প্রবীন সাংবাদিক জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, মানবজমিন’র প্রতিনিধি জালাল আহমেদ, ট্রাস্টের সদস্য সাংবাদিক নিনা আফরিন, জেলা যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম।
সভায় প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন মেধাবী গরীব শিক্ষার্থীকে ৫২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রকাশ, প্রফেসর একেএম শহীদুল ইসলাম তার পেনসনের টাকা দিয়ে তার নামে ট্রাস্ট গঠন করে ২০১৬ সাল থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থীকেসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অর্থ সাহায্য দিয়ে আসছে। তার এ মহৎ উদ্যোগকে বক্তারাসহ শিক্ষক, অভিভাবক ও সুশিল সমাজ প্রফেসর একেএম শহীদুল ইসলাম স্যারকে সাধুবাদ জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply