শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
ফরিদপুর থেকে মহসিন মুন্সীঃ— দেশের এই দুর্যোগ কালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা চালু হয়েছে আজ রবিবার (১৮ এপ্রিল) থেকে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করা শুরু হলো। এতে করে বৃহত্তর ফরিদপুরের বিপুল জনগোষ্ঠী বিশেষ ভাবে উপকৃত হবে।
আরও পড়ুনঃ
এতদিন বৃহত্তর ফরিদপুরের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা করোনা ভয়ে ভীত ছিল, পরীক্ষার জন্য দেরি করতে হত ২/৩ দিন, এখন ফরিদপুরে ই সমাধান পেয়ে যাবে। সাথে চিকিৎসার ব্যবস্থাও হবে। এ প্রজন্মের মুক্তিযোদ্ধা ডাক্তারগনের সফল প্রচেষ্টায় আশা করা যায় ফরিদপুর অঞ্চলের জনগন ভালো থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply