বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
মোংলা থেকে সোহেল মাহমুদ শ্রাবনঃ— মোংলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১৬ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের বাগেরহাটজেটি সংলগ্ন এলাকায় মোংলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ চাল জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল চোর সিন্ডিকেটের সদস্যরা মোংলা নদীতে ঝাপ দিয়ে নদী সাতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুনঃ দ্বিতীয় দিনের মত ফ্রি সবজি বিতরণ করলো ইবি ছাত্রলীগ
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পুলিশের একটি বিশেষ টিম ফুলতলা, ঝিকরগাছা, নোয়াপাড়া সহ বিভিন্ন গোডাউনের ১৬ বস্তা চাল জব্দ করেন।
মোংলা উপজেলার নির্বাহী অফিসার রাহাত মান্নান বলেন, আমাদের ধারনা এটা একটা ইন্টারন্যাশনাল নৌ-রুট হওয়াতে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে টলার বা কার্গো যোগে মালামাল বহন করা হয় এই চাউল পরিবহন কালে কোন একটা সিন্ডিকেট অসৎ উদ্দেশ্যে এই চাল নামিয়ে দিয়ে যায় বলে আমরা ধরনা করছি ।
আরও পড়ুনঃ জামালপুরে কর্মহীন পরিবারের মাঝে র্যাবের খাদ্য সহায়তা
তবে তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তদন্ত পূর্বক আসামীদের বের কর আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply