বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— করোনার এই সংকটময় পরিস্থিতিতে রাতের অন্ধকারে ঘরে ঘরে খাবার নিয়ে ছুটে বেড়াচ্ছেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মিল্টন ও ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুস সালাম চৌধুরী। করোনার এই পরিস্থিতিতে সরকার সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আপনারা ঘরে থাকুন খাবার পৌছে দেয়া হবে। আর সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে খাবার পৌছে দেয়া শুরু হয়েছে ১ এপ্রিল রাতে সররকারে বারাদ্দ কৃত খাদ্য সামগ্রী নিয়ে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের অসহায় মানুষের দরজায় গিয়ে গিয়ে পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।
আরও পড়ুনঃ সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি আর নেই
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ টি এম হামিম আশরাফ, আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম ডাব্লু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদীহ হাসান, ফুলবাড়ী সরকারি কলেজে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাছিম মাহামুদ।
আরও পড়ুনঃ শিবপুরে সাবেক এমপি সিরাজ মোল্লা’র পৃষ্ঠপোষকতায় খাদ্য সামগ্রী বিতরণ
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, সরকারের পক্ষে থেকে আসা এই বরাদ্দ আমাদের কাছে আমানত আর এই আমানতকে আমরা যথাযথ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সকলকে এই মহামারী করোনা থেকে সচেতন হতে হবে, সরকারের নির্দেশনা মোতাবেক চলতে হবে, সৃষ্টিকর্তা যেন আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করেন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply