বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— বৈশ্বিক মহামারী করোনায় বিশ্বব্যাপী থমকে যাচ্ছে জীবন যাপন, হার মানিয়েছে উচ্চ অট্টালিকায় থাকা মানুষ গুলোকেও, আর থমকে যাচ্ছে খেটে খাওয়া নিরীহ মানুষের জীবন যাত্রা নেই কোন আয়ের পথ, বিপাকে পড়েছে সল্প অয়ের মানুষ, চুপচাপ রয়েছেন অনেক বিত্তবানরাও এরই মাঝে কিছু মহৎ ব্যক্তি নিজের জায়গা থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ করোনা স্বাস্থ্য নিরাপত্তায় সেনা বাহিনীসহ ম্যাজিস্ট্রেটের বেনাপোল পরিদর্শন
তাদের মধ্যে একজন সমাজ সেবক আব্দুর রহমান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে জন্মো তেনার, ছোট বেলা থেকেই তিনি উদার। আর তিনি তার উদারতার পরিচয় দিলেন জাতির এই ক্লান্তিলগ্নে। ফুলবাড়ী শহরের বড় বড় বিত্তবানরা এলাকার অসহায় মানুষের পাশে না দাড়ালেও দাড়িয়েছেন তরুণ এই সমাজ সেবক। তিনি তার এলাকার প্রায় দুই শতাধিক বৃদ্ধ অসহায় মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন খাবার।
আরও পড়ুনঃ কাজিপুরে রাজত্ব করছে ঢাকা ফেরতরা !
২৮ মার্চ সান্ধা থাকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত নিজের ছোট ভাই শাহাজাহান, দুই ছেলে জনি ও রাইহানসহ এলাকার যুবকদের নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে চাল, অটা, আলু, বেগুনসহ বিভিন্ন খাবার সামগ্রী পৌঁছে দেন। রহমান জানান, আমি আমার নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব হয়েছে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করছি আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে যতটুকু পারি অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং করোনায় আতংকিত না হয়ে সচেতন হই সরকারের নির্দেশনা মোতাবেক চলি এবং এই দূর্যোগ মোকাবেলায় সরকারের পাশে দাঁড়াই। সর্বশেষ তিনি তিনির পরিবার পরিজনদের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply