বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেড়া উপজেলা পরিষদ চত্বরে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় এক আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুনঃ উদ্বোধন হলো বাংলার এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা “বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব-১৪২৬”
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১০ জানুয়ারিতে পাকিস্থানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন । মহান নেতার আগমনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায় । বঙ্গবন্ধুর আগমন অন্ধকার হতে আলোর পথের যাত্রা হিসেবে আখ্যায়িত করা হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা ও র্যালী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক টুকু (এমপি), এছাড়া আরও উপস্থিত ছিলেন, বেড়া সরকারী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রাজ্জাক, নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, বেড়া নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব আল মাহমুদ সরকার, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলা ভাইচ চেয়ারম্যান মেসবাউল হক মেসবা, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, জেলা এম্বাসাডর প্রভাষক মোঃ বাশিরুল ইসলাম, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রী সহ নানা শ্রেণীর মানুষ আনন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন ।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীর পরিচালনায় একটি আনন্দ মিছিল বেড় হয়ে বেড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেড়া সরকারী বি.বি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয় । বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরকারী বি. বি পাইলট উচ্ছ বিদ্যালয়ে চিত্র অঙ্কন ও সাংস্কৃকি অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত সকলেই প্রদর্শনী ঘুরে দেখেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক টুকু (এমপি) বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন । তিনি আরও বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্য যে স্বপ্ন দেখে ছিলেন তার সেই স্বপ্ন পুরণ করার জন্য আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে । জাতীর জনক বঙ্গবন্ধুর আত্নত্যাগ বাংলাদেশের মানুষ আজীবন স্বরন রাখাবে ।
আরও পড়ুনঃ বাঁশখালী জলদী আধুনিক হসপিটাল লিঃ বার্ষিক আলোচনা সভা
এছাড়াও বেড়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক বক্তব্যে বলেন আমরা বাঙ্গালী জাতি । জাতি হিসেবে বাংলাশের স্বাধীনতা আমাদের অহংকার । তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ দেশে ফিরে আসা দিনটি ছিল বাংলাদেশের মানুষের নিকট ছিল অত্যান্ত আনন্দ ও গর্বের মহুর্ত । এছাড়াও আর অনেকে বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখে। উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আনাম সিদ্দিকী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply