রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আব্দুল আলিম (কালু ) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২০ মার্চ শুক্রবার রাতে আনুমানিক ৩ টার দিকে সাঁথিয়া উপজেলাধীন খয়েরবাগান এলাকায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে ।
নিহত মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (কালু) সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ।তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে এলাকা বাসীসুত্রে জানা যায় ।
পাবনার জ়েলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদক বিরোধী পুলিশের চলমান অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পুলিশের উপর অর্তকিত ভাবে গুলি চালায় । পুলিশও তাদের উপর পাল্টা গুলি চালায়, এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটেতে বাধ্য হয় । ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল আলিমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, একটি শাটারগান, একটি হাসুয়া ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । সাঁথিয়া থানায় আব্দুল আলিম ওরফে(কালু ) এর নামে ০৪টি মামলা রয়েছে পুলিশ সুত্রে জানা যায় । ঘটনা স্থলে সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply