শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
বরগুনা থেকে মোঃ আবু বকর সিদ্দিকঃ— বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বরগুনা জেলা পরিষদের আয়োজনে ২০১৮ সালে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বরগুনা শিল্পকলা অডিটোরিয়ামে সকাল ১০টার দিকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ এ চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানিয় সরকার বরগুনা এর উপ-পরিচালক, জনাব মাহবুব আলম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আঃ সালাম, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আঃ সালাম ও বরগুনা জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শাহাদাৎ হোসেন সহ অসংখ্য ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপ যুব প্রধান ১ মোসাঃ রুবি আক্তার বর্ষা ও প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মোঃ আবু বকরের নেতৃত্বে শৃংখলার দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বেশ কয়েক জন যুব সদস্যবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply