বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
বরগুনা থেকে আবু বকর সিদ্দিকঃ— দক্ষিণ বঙ্গের বরিশাল বিভাগের ক্ষুদ্র জেলা বরগুনা আর এই বরগুনার একদল সেচ্চাসবীদের আপ্রাণ চেষ্টার সফলতা স্বরুপ ২০১৭ সালের ২৬ অক্টোবর একটি সেচ্চাসেবী সংগঠনের শুভ যাত্রা আরম্ভ হয় যা বরগুনা ইয়ুথ ফোরাম (বিওয়াইএফ) নামে পরিচিত। বি ওয়াই এফ হল একটি সেচ্ছাসেবী সংগঠন, যা বরগুনার একদল স্বেচ্ছাসেবী যুবদের দ্বারা পরিচালিত ।
বরগুনা ইয়ুথ ফোরামে এর উপদেষ্টা ৮জন (পদাধিকার বলে)
১. প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃদেলোয়ার হোসেন(সাবেক এমপি) ও চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা।
উপদেষ্টাঃ
২.জেলা প্রশাসক, বরগুনা।
৩.পুলিশ সুপার, বরগুনা ।
৪.অধক্ষ্য, বরগুনা সরকারি কলেজ।
৫.অধক্ষ্য, বরগুনা সরকারি মহিলা কলেজ।
৬.মেয়র, বরগুনা পৌরসভা।
৭.উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনা।
৮.সভাপতি, প্রেস ক্লাব বরগুনা।
আজ ২৬ অক্টোবর ২০১৯ বরগুনা জেলার অন্যতম সেচ্চাসেবী সংগঠন (বিওয়াইএফ) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা শেখা হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউট এ কেক কাটার মাধ্যমে BYF এর প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা জাতিয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক ডঃ মোরশেদ উদ্দিন আহমেদ,যুব অধিদপ্তরের ডিপুটি সেক্রেটারি মোঃ সাইদ আলী, ইয়ুৎ লিডারসিট ট্রেনিং এর কোর্স কোয়ার্ডিনেটর আব্দুল কাইউম বিশ্বাস।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply