বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন এখন করোনায় আক্রান্ত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ভাল সাড়া মিলছে। পুত্র অভিষেক বচ্চনেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ।
আরও পড়ুনঃ বাংলাদেশের ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন
শনিবার রাত ১০টা ৫২ মিনিটে অমিতাভ বচ্চনের টুইট গোটা বিশ্বে হৃদয়ে কাঁপন ধরিয়ে দিলেন। ‘‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের তরফেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!’’ বাকিদের ফল অবশ্য জানা গেল কিছু ক্ষণ পরেই। পজিটিভ অভিষেকও। তবে জয়া-ঐশ্বর্যা-আরাধ্যা নেগেটিভ।
আরেক টুইট বার্তায় অভিষেক বচ্চন রাতে লিখেন। ‘‘আজ বাবা আর আমি দু’জনেরই করোনা পজিটিভ এসেছে। দু’জনেরই খুব সামান্য সিস্পটম ছিল। আমরা হাসপাতালে চলে গিয়েছি। প্রশাসনকে জানিয়েছি। বাড়ির সকলের পরীক্ষা করানো হচ্ছে। সকলের কাছে অনুরোধ, শান্ত থাকুন। আতঙ্কিত হবেন না। ধন্যবাদ।’’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply