বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
বাঁশখালী (চট্রগ্রাম) থেকে মোঃ আবদুল জববারঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরে অবস্থিত জলদী আধুনিক হাসপাতাল ৩০ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার এর উদ্বোধন ৩ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক হাসপাতালের নিচ তলায় এই উদ্বোধনের মাধম্যে যাএার সুচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, কালিপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদ মাসুদ সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের এ পি পি এডভোকেট রায়হাদ চৌধুরি রনি। সরল ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য রশিদ আহমেদ। গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম, চনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াছিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ বদরুউদ্দীন চৌধুরী, বাঁশখালী থানা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মাহমুদুল ইসলাম, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ, বাঁশখালী আধুনিক হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর এসএম শোযাইবুর রহমান।
ভিডিও কনফারেন্সে বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের ওষুধ বিশ্বের উন্নত দেশগুলোতে এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এবং আমি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি আল্লাহর রহমতে আমি এখন সুস্থতার পথে। আপনারা সবাই সচেতন থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সেই সাথে বাঁশখালীতে ৩০ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply