শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, বাজারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা ফায়ার সাভির্সের টিম লিডার লিটন ভূষনাথ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, বাঁশখালী সরকারি মডেল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply