বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে আবদুল জববারঃ— বাঁশখালী উপজেলার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মোরশেদ আলম (৩৫) নামে একজন অস্ত্রধারী জলদস্যু নিহত হয়। শনিবার ২৫ জানুয়ারি রাতে উপজেলার বাণীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর অফিস সূত্রে জানা যায়, বাণীগ্রামে র্যাবের একটি টহলদল ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতির প্রস্তুতিকালে ওই ডাকাতদলের সঙ্গে গুলিবিনিময় হয়। এ সময় কুখ্যাত ডাকাত মোরশেদ আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মোরশেদ আলম একই উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল ২ নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে বলে জানা গেছে। ৩১ জেলে হত্যা মামলা, দিবালোকে বুজরুজ মেহের হত্যার প্রধান আসামি, আরও বেশ কয়েকটি, খুনসহ ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজনেরও অধিক মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply