বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— বাঁশখালীর পালেগ্রাম প্রধান সড়কে আজ ৭ অক্টোবর সোমবার সকালে ফকিরনীর বড় মসজিদ সংলগ্ন কালীপুরে সাড়ে ৬ ঘটিকার দিকে বাস সি এন জি সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং ২ আহত হয়েছে বলে জানা যায়। তবে বাসের কোন যাত্রীর হতাহত হয়নি। আহত এবং নিহত ব্যক্তিগণ ছিল সি এন জি যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিতে থাকা যাত্রীগণের মধ্যে একজন নিহত হয়েছে বাকি ৪ জন আহত হয়েছে। যে স্পিডে সংঘর্ষ হয়েছিল বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আহত ব্যক্তিগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তি হচ্ছে বাশঁখালীর শেখেরখীলে হ্যাবিট্যাট এর সহযোগিতায় আর আর এফ বাস্তবায়িত চলমান উন্নয়ন প্রকল্পের কোর্ডিনেটর টমাস কার্তিম মন্ডল। তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অন্যান্য আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, বাঁশখালীর একটি এনজিও সংস্থার লোক নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসছে। এর জন্য আমরা আইনগত ব্যবস্থা নিব।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply