বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে আবদুল জববারঃ— ১০ দিনব্যাপী ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার শেষ হয়। মেলার প্রথম দিবসে স্থানীয়সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উদ্বোধনের পর মেলার আহবায়ক রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত এর পরিচালনায় ৩০ লক্ষাধিক মানুষের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মেলার প্রধান আহবায়ক রাউজান পৌরমেয়র দেবাশীষ পালিত বলেন, এই মেলাটি বাংলাদেশ প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। এটি ছিল ২০ তম। এখানে আনুমানিক ৩০ লক্ষ মানুষের প্রসাদ বিতরণ করা হয়। এত মানুষের সমাগমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।
আরও পড়ুনঃ সাঁথিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, কুম্ভমেলা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভাবে পালন করা হয়। কারণ এটি প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। তারা আরও বলেন এত মানুষের প্রসাদ বিতরণের খরচ কে কিভাবে প্রদান করে কেউ বলতে পারবে না। কারণ এখানে আমাদের কোন রশিদ দিয়ে টাকা আদায় করা হয় না। দেশ বিদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে থাকে এবং বিভিন্ন বিদেশি লোকজন আমাদের এই মেলায় অংশ গ্রহণ করে থাকে। হিন্দুধর্মাবলম্বীরা মনে করে যে এখানে ধুলা বালি গুলো আমাদের শরীরে লাগলে আমাদের পাপ গুলো চলে যায় এবং এই মেলা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply