বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে আবদুল জববারঃ— বাঁশখালী উপজেলার কালীপুরে বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ধর্ম সম্মেলনে সিমাহীন পূণ্যার্থীদের জমে উঠেছে। সোমবার অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে পৌরহিত্য করেন চট্টগ্রামের তুলসীধাম ও বাঁশখালী ঋষিধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। ধর্ম সম্মেলেনের প্রধান ধর্মীয় বক্তা ছিলেন ভারতের জুন আখেরা হতে আগত শ্রীমৎ স্বামী সঞ্জয় গিরি মহারাজ, বৃন্দাবনের শ্রীধাম হতে আগত শ্রীমৎ স্বামী নীলমনি মহারাজ, উত্তর প্রদেশ মথুরা ওম সেবাধামের শ্রীমৎ ভাগবদ্ দৈবজ্ঞ বাণী জ্যোতিষ সংস্থানের আচার্য্য শ্রী গোপাল কৃষ্ণ মহারাজ, ও রাশিয়ার ইউক্রেন ভক্তিবেদান্ত গীতাশিক্ষা সেন্টারের ভাইস প্রিন্সিপাল শ্রী অর্চ্চম কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী নিরধানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী সৎচ্চিনন্দ পুরী মহারাজ ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইতালি যাচ্ছেন মেহেরপুরের কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক আলামিন হোসেন
এদিকে ধর্ম সম্মেলেনের পর আলোচনা সভা কুম্ভমেলা উদযাপন পরিষদের আহবায়ক ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
কুম্ভমেলা উদযাপন পরিষদের মহাশোভাযাত্রা উপকমিটির আহবায়ক প্রদীপ গুহ ও সুজন করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, ঋষিকুম্ভ মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব এডভোকেট অনুপম বিশ্বাস, ঋষিকুম্ভ মেলা উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব শ্যামল কান্তি দাশ, অলক দাশ,চন্দন দাশ, ডা. আশীষ কুমার শীল, যুগ্ম আহবায়ক ভূপাল গুহ, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, অরুপ সেন, এডভোকেট কাঞ্চন বিশ্বাস, শিব শংকর দাশ, রাজীব গুহ, বিশ্বজিৎ দত্ত, নন্দন শীল, ছোটন দেব, বাবলা পাল, পলাশ চৌধুরী, অধর লাল চক্রবর্তী, শিক্ষক খোকন চক্রবর্তী, শোভা রানী ধর, শ্রীমতি পান্না পাল, শেখর চৌধুরী, স্বপন সুশীল, সাগর সুশীল, প্রমুখ।
আরও পড়ুনঃ গাজীপুরে মা ও স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ
এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘এ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের লোকজন নিরাপদে বসবাস করতে পারে। স্ব স্ব ধর্মীয় কার্যাদি নিরাপদে পালন করতে পারে।’ ধর্ম সম্মেলন শেষে দেশের খ্যাতিনামা সঙ্গীত শিল্পী ফকির সাহাব উদ্দিন সঙ্গীত পরিবেশন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply