রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে এক হাজার পাঁচশত দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লেয়াকত আলী। চেয়ারম্যান মোঃ লেয়াকত আলীর ব্যক্তিগত তহবিল হতে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১টায় গন্ডামারার মজিদ টিল্লা নামক জায়গায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাঁর সাথে ছিলেন, গন্ডামারা ৫ নং ওয়াডের মেম্বার কামাল উদ্দীন, ৪নং ওয়াডের মেম্বার আনচার উদ্দীন, মহিলা মেম্বার শেমুল জন্নাত, স্থানীয় নেতা মোঃ হারুনুর রশিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর মাহফুজ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু, চিনি, ভোজ্য তেল, সাবান ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী বলেন, ‘সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস নামে এক প্রাণঘাতী ভাইরাস। এই ভাইরাস প্রতিরোধ মেনে চলতে গিয়ে কর্মহীন হয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে অসহায় দরিদ্র পরিবার গুলো। যার পরিপ্রেক্ষিতে ওইসব অসহায় দরিদ্র পরিবার গুলোর দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘবের জন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সবাইকে এই মহামারী রোগ থেকে বাঁচতে হবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রায় এক হাজার পাঁচ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী পরিবার গুলোকে ও খাদ্য সামগ্রী পাঠানো হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply