রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) আবদুল জববারঃ— বাঁশখালী উপজেলার বানীগ্রাম উচ্চ বিদ্যালয়ে শনিবার শিক্ষক সমিতির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষানুরাগী মোঃ রাশেদুজ্জমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অর্থ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) আল বশিরুল ইসলাম, উপস্থিত ছিলেন, সুনিল চক্রবতী, উপদেষ্টা বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদ, প্রধান অতিথি আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বক্তব্যের শুরুতে উপস্থিত সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন। নিরক্ষর মুক্ত দেশ গড়ার জন ছাত্র ছাত্রীদের উপবিত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান করেছেন। যা আর কোন সরকার দেননি, মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যেগকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে শিক্ষকদেরকে ভুমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, এই ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার ও স্কুলের ম্যানেজিং কমিটির সকলকে দায়ীত্ব পালন করতে হবে। স্কুলে ঠিক ভাবে পড়া লেখা হচ্ছে কিনা শিক্ষকগন ঠিক সময়ে উপস্থিত হয় কিনা, শিক্ষা যেমন জাতির মেরুদন্ড শিক্ষক হচ্ছে এই মেরুদন্ড তৈরী করার কারিগর বা জাতির বিবেক শিক্ষকরা যদি অর্থের লোভে কোচিং বাণিজ্য জড়িয়ে পড়ে পুরো জাতিকে শিক্ষিত করা সম্ভব নয়, জাতির বিবেকে যদি পোচন ধরে তা হলে আগামী প্রজন্মকে সুশিক্ষিত বা উন্নত জাতি করা কোনদিন সম্ভব হবেনা তিনি তার বক্তব্য তুলে ধরেন।
এতে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ লকিতুল্লাহ, সভাপতি বাশিস, চট্টগ্রাম আঞ্চলিক শাখা, মোঃ ওসমান গণী, সভাপতি বাশিস, চট্টগ্রাম দক্ষিণ জেলা, পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, তপন চক্রবতী, সাধারণ সম্পাদক বাশিস, চট্টগ্রাম দক্ষিণ জেলা, উপজেলা যুব লীগের সভাপতি ও বাহার ছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply