সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাথে ইসরায়েলের কোন কুটনৈতিক সর্ম্পক নেই তাই ইসারায়েলকে সর্মথন দেওয়ার কোন চিন্তা ভাবনা বাংলাদেশ সরকার করছে না বলে মন্তব্য করেছেন মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ ও আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগারের উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এসময় আরও বলেন, বিএনপি জামায়াত দেশে যে কয়বার ক্ষমতায় এসেছে বন্দুকের নলের ভিতর দিয়ে ক্ষমতায় এসেছে তাই তারা আন্দোলনে ব্যার্থ হয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী প্রচারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি আরও বলেন বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলা করতে সরকার প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এ পৌছে ভেড়া ও মহিষের খামার পরিদর্শন করেন ও মুজিববর্ষ উপলক্ষে সেখানে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন। পরে কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিয়ে তিনি আলোচনা সভা করেন।
মন্ত্রীর সাথে এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহা পরিচালক ড. নাথু রাম সরকারসহ আরো অনেকে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply