বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের নিকট অত্যান্ত আনন্দ ও গর্বের দিন । দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারিখে বাংলাদেশ চুড়ান্ত বিজয় লাভ করে । ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে । সারাদেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে । সাভার স্মৃতি সৌধে লক্ষ জনতার পদচারনায় মুখরীত হয়ে উঠেছে স্মৃতি সৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ।
আরও পড়ুনঃ বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস উদযাপন
আরও পড়ুনঃ পোরশায় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন আশুলিয়া ও সাভার উপজেলা শাখার উদ্দ্যেগে সাভার স্মৃতি সৌধে বীর শহীদের স্বরনে সালাম ও পুষ্প অর্পন করেন সাভার উপজেলা শাখার সহ সভাপতি মোঃ বেলায়েত হোসেন মেহেদী ও মোঃ মোতাছিন বিল্লাহ ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তানভির আহম্মেদ খান এবং বিএইচআরসি আশুলিয়া থানার শাখার সহ সভাপতি মোঃ রাকিবুল হাসান ও মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মনটু, কোষাধক্ষ মোঃ সানাউল্লাহ ও মোঃ মনির হোসেন, মোঃ সোহেল সহ আরও অনেক সদস্য সাভার ও আশুলিয়া থানা শাখার বহু মানবাধিকার কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুনঃ বিজয় দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
আশুলিয়া থানার বিএইচআরসি সাধারণ সম্পাদক এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তানভির আহম্মেদ খান । তিনি বলেন যে রক্তের বিনিয়নে আমরা স্বাধীনতা পেয়েছি সেই শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা যেন সকলে মিলে মিশে ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারি সেই প্রত্যয় ব্যক্ত করেন এবং অন্যায় নিপিরন শিশু নিযার্তন, বাল্য বিবাহ রোধ ও মাদক মুক্ত বাংলাদেশ গড়া লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান ।
তিনি আরও বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বিনা খরচে আইনি সহযোগিতা প্রদান করা হচ্ছে । সেই সাথে মহান মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আলোচনা সমাপ্ত করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply