মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী বাউফলের কালাইয়া বাজারে বিক্রির জন্য ২০০ কেজি ওজনের একটি সামুদ্রিক হাঙ্গর মাছ আনা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ভোলার এক জেলে মাছটি কালাইয়া বাজারে নিয়ে আসেন। মাছটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষের ভীর জমে গেছে।
আরও পড়ুনঃ পটুয়াখালী নিউ মার্কেটে ০৫ টি দোকানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
কালাইয়া বন্দরের মাছ ব্যবসায়ী অলিউর রহমান জানান, ভোলার সালাউদ্দিন নামের এক জেলে ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে তার জালে ২০০ কেজি ওজনের এই হাঙ্গর মাছটি ধরা পড়ে। কালাইয়া বড় বাজার মনে করে মাছটি এখানে বিক্রি করতে নেওয়া হয়। কালাইয়ার অপর এক মাছ ব্যবসায়ী বাদল ওই মাছটি ৩২ হাজার টাকায় ক্রয় করেন। স্থানীয়ভাবে মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করা হবে বলে জানান ক্রেতা বাদল। মাছটি দেখার জন্য শত শত উৎসুক মানুষ বাজারে ভীর জমিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply