বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশলী পাবনা জোন এর সহযোগিতায় হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয় ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপসহকারী প্রকৌশলী বাগাতিপাড়া সেলিম রেজা হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সরকার, জেলা ছাত্র লীগের শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, এই জনপদকে উন্নত জনপদে রুপান্তরিত করতে হলে শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষন করে তুলতে হবে। যে সমস্ত স্কুলে একাডেমির ভবন নেই সেই সকল বিদ্যালয়ে ভবন তৈরি করে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। তাহলে এই জনপদ কে উন্নত জনপদে রুপান্তরিত করতে পারবো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply