বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
সিলেট (হবিগঞ্জ) থেকে মোহাম্মদ শাহ্ আলমঃ— ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সাজিদুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ হবিগঞ্জের মিরপুর থেকে মুছাই পর্যন্ত ভেঙ্গে বেহাল দশা ॥ জনদুর্ভোগ চরমে
ঘটনাটি ঘটেছে (শুক্রবার) ১৫ নভেম্বর সকালে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে। সাজিদুর রহমানের ছেলে সঞ্জিব জানান, নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার খাগাউড়া একটি হাওড়ে ধান কাটতে সকালে বাড়ি থেকে বের হন তার বাবা। কোয়াশাচন্ন সকালে ধান কাটতে গিয়ে একটি বিষধর সাপের কামড়ে আহত হন তিনি।
আরও পড়ুনঃ এড়ালিয়ায় পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার সামগ্রী তুলে দিলেন আওয়ামীলীগ নেতারা
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক অবস্থার অবনতি দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার বিকেলে সিলেট যাওয়ার পথিমধ্যে বিষের যন্ত্রণার তীব্রতা ধারন করলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক সাজিদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply