বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বৈঠক করেন বান্দরবান জেলা তথ্য অফিস।
বুধবার (০২ সেপ্টেম্বর) বান্দরবান জেলা তথ্য অফিস এর আয়োজনে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ম্রলং প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক জনাব সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, উক্ত উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
উক্ত বৈঠক পরিচালনা করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। এসময় তিনি করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক বক্তব্য রাখেন।
উক্ত উন্মুক্ত বৈঠকে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধে করনীয় এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দশটি বিশেষ উদ্যোগ’ যে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য এনেছে সে বিষয়েও আলোচনা করেন।
উন্মুক্ত বৈঠকে জেলা তথ্য অফিসার উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন। নিরাপদ দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে বৈঠক অনুষ্ঠিত হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply